WHAT'S NEW?
Loading...

Condom & Emergency Contraceptive (EC) Pill in Bangladeshi



Condom & Emergency Contraceptive (EC) Pill rate and detiels of Bangladeshi Market

ইর্মাজেন্সি কন্টিসেপটিভ পিল ও কনডমের বিস্তারিত: The emergency contraceptive pill regimen recommended by WHO is one dose of levonorgestrel 1.5 mg, taken within five days (120 hours) of unprotected intercourse. However, according to BNF, "Levonorgestrel is effective if taken within 72 hours (3 days) of unprotected intercourse and may also be used between 72 and 96 hours after unprotected intercourse [unlicensed use], but efficacy decreases with time".



নিছে বাংলাদেশের বাজারে পাওয়া যায়, যা মহিলাদের ব্যবহার্য। এমন কিছু ইমারজেন্সি কন্টিসেপটিভ পিলের নাম, বাজার দর ও সেবন বিধি দেয়া হলোঃ

Tab: TulipTM (Ulipristal Acetate 30 mg)

ডোজ ও কার্যকারীতাঃ আনপ্রোটেকটেড শারীরিক সম্পর্কের ফলে অনাকাঙ্কিত প্রেগনেন্সি বন্ধ করার জন্য ইন্টারকোর্সের ১২০ ঘন্টা (৫ দিনের) মধ্যে একটি বড়ি সেবন করুন। খাবারের পূর্বে বা পরে যেকোন ভাবে খেতে পারেন, বড়ি সেবনের ৩ ঘন্টার মধ্যে বমি হয়ে গেলে ১২ ঘন্টা পর পুনরায় একটি বড়ি সেবন করুন। ট্যাবলেটটি বাজারজাত করেছে স্কায়র ফার্মা, দামঃ

Tab: peuli পিউলি :

পিউলি মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের ৫ দিনের মধ্যে গ্রহণ করলে গর্ভধারন রোধ করা যায়। পিউলি নিয়মিত জন্ম নিয়ন্ত্রন বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়। প্রতিটি পিউলি ১ বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে ইউলি প্রিস্টল এসিটেট আই এন এন ৩০ মি.গ্রা.
জিসকা ফার্মার ‘Peuli®’, দামঃ ৳195

Tab: Norpill TM1 (Levonorgestrel 1.5 mg)

ডোজ ও কার্যকারীতাঃ আনপ্রোটেকটেড শারীরিক সম্পর্কের ফলে অনাকাঙ্কিত প্রেগনেন্সি বন্ধ করার জন্য ইন্টারকোর্সের ৭২ ঘন্টা (৩ দিনের) মধ্যে একটি বড়ি সেবন করুন। খাবারের পূর্বে বা পরে যেকোন ভাবে খেতে পারেন, বড়ি সেবনের ৩ ঘন্টার মধ্যে বমি হয়ে গেলে ১২ ঘন্টা পর পুনরায় একটি বড়ি সেবন করুন। ট্যাবলেটটি বাজারজাত করেছে স্কায়র ফার্মা, দামঃ

Tab: Norix ( Levonorgestrel hormone 0.75 mg)

ডোজ ও কার্যকারীতাঃ আনপ্রোটেকটেড শারীরিক সম্পর্কের ফলে অনাকাঙ্কিত প্রেগনেন্সি বন্ধ করার জন্য অবশ্যই ইন্টারকোর্সের ৭২ ঘন্টা (৩ দিনের) মধ্যে ১ম একটি বড়ি সেবন করুন। প্রথমটির ১২ ঘন্টা পর পুনরায় একটি বড়ি সেবন করুন। ট্যাবলেটটি বাজারজাত করেছে SMC, দামঃ

Tab: EMCON 1 (levonorgestrel 1.5 mg BP)

ডোজ ও কার্যকারীতাঃ আনপ্রোটেকটেড শারীরিক সম্পর্কের ফলে অনাকাঙ্কিত প্রেগনেন্সি বন্ধ করার জন্য ইন্টারকোর্সের ৭২ ঘন্টা (৩ দিনের) মধ্যে একটি বড়ি সেবন করুন। খাবারের পূর্বে বা পরে যেকোন ভাবে খেতে পারেন, এ্ই বড়ি পুনঃপুন সেবন করা উচিত নয়।
ট্যাবলেটটি বাজারজাত করেছে .........., দামঃ প্রতি ট্যাবলেট ৬০/=টাকা।

Tab: i-Pill (Emergency contraception (EC) Pill

আই-পিল হ’ল একক ডোজ-এর ট্যাবলেট যা মুখে গ্রহণ করতে হয়৷ খাবার খাওয়ার পর একগ্লাস জলের সঙ্গে এটি গিলে খাওয়া উচিত৷ এটি একগ্লাস জলের সাথে খেতে হয়৷ আই-পিল যতশীঘ্র সম্ভব খাওয়া উচিত, তা যেন অরক্ষিত সহবাস (সেক্স) অথবা গর্ভনিরোধকের ব্যর্থতার পর 72 ঘন্টা অতিক্রম না করে৷ আপনি যদি ইতিপূর্বেই গর্ভবতী থাকেন, তাহলে আই-পিল কাজ করবে না কারণ এটি কেবল গর্ভনিরোধের এমার্জেন্সি পদ্ধতি অথবা ব্যাকআপ মাত্র৷ এটি গর্ভনিরোধ-পদ্ধতির বিকল্প নয়৷ আই-পিল কার্যকর হবে না যদি তা অরক্ষিত যৌন-সহবাস (সেক্স)-এর 72 ঘন্টা পরে গ্রহণ করা হয়৷ আপনি যদি লেভোনর্জেস্ট্রেল-এর প্রতি অ্যালার্জি-প্রবণ হন, তাহলে আই-পিল সুপারিশ করা হয় না৷ লেভোনর্জেস্ট্রেল হ’ল আই-পিল ট্যাবলেটে উপস্থিত ওষুধের নাম৷

পুরুষদের জন্যঃ

Raja – Plain Latex Condom; SMC’s first condom brand;

Launched in 1974
MRP: Tk. 1.50 per piece

HERO 3's – Plain Latex condom;

Launched in 2006
MRP: Tk. 10.00 for pack of 3 pieces

HERO 30's - Plain Latex condom; Launched in 2006

MRP: Tk. 3.00/piece
Panther -Dotted Latex Condom;
Launched in 1983
MRP: Tk. 12 for a pack of 3 pieces

Sensation Classic- Dotted Latex condom;

Launched in 1992
MRP: Tk. 20 for pack of 3 pieces

Sensation Super Ribbed-

Extra sharp ribbed chocolate scented latex condom; Launched in 1992
MRP: Tk. 20 for a pack of 3 pieces

Sensation Super Dotted-
Extra sharp dotted strawberry scented latex condom; 

Launched in 1992
MRP: Tk. 20 for a pack of 3 pieces

U&ME Anatomic - Contoured (Form-Fitted) and dotted strawberry scented latex condom

Launched in 2005
MRP: Tk. 30 for a pack of 3 pieces

U&ME Long Love -
Benzocaine condom with extra sharp dotted and chocolate scented;

Launched in 2005
MRP: Tk. 30 for a pack of 3 pieces
Xtreme 3 in 1

Natural rubber latex condom with suitable dusting powder;

Super dotted, super ribbed, contoured shaped;
Natural colors and peach scented;
Launched in 2014
MRP: Tk. 70 for a pack of 3 pieces

The Baby of Didarul Alam

June 13, 1987.

On that day, the morning was a bit more colorful. Drizzle each of the arrival of the rainy season, on the day of Eid. Eid-ul-Fitr so enjoyable moment when everyone was busy for the prayer, "Abdul Sukkur" and "Rehana Begum," Cole couples light reflected by the Earth-born son of a foot.

The seventh child born to a middle-class family, as the parents are happy, they were happy father-ma-and didarera day. However, the previous two, including a total of 5 serial child after the second time since the birth of a son in the family, I think that whatever additional rechargeable happy, happy input: the name of the "Didarul Alam" or "enlightened world".


when her age 11 months

Didarul Alam when 11 months 

Chittagong city in a small village "hajipara". Didarera childhood spent there. Tunney family pulled-middle-class family, his 9 children, to grow up in such an environment a child, so he grew up. Father - not the mother's affection is a very large 5 jutaleo totally neglected as she grew up, can not be called ability. Many other small children at the milk and rice are great, too, but parents can not afford to remain inside the shortage did not do anything for Didar.


From childhood he was a little shy printing behavior and competence in sports was very little, however, the school had participated in the annual sports and cultural programs on a regular basis. Double reward that which is absolutely less. However, there was no shortage of interest in reading and writing in the service of religion. Pitite regular school in the morning, all the teacher's attention due to the national anthem, and it was telaoyatera, Mark, Could you have gotten so good that examination.

Due to financial problems or mother-day cut short belata a bit of trouble with the state of the country's domestic income grew rapidly cut up the problem. The new day begins. A public school in the village, from the village complete primary school, a high school and Didar. Then moves on to higher education.

(The Article in Bengali) 

১৯৮৭ সালের ১৩ জুন।

বাংলাদেশের সকালটা সেদিন একটু বেশিই আনন্দময় ছিল। একে তো আগমনী বর্ষার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তার উপর ঈদের দিন। এমন আনন্দঘন মুহুর্তে সবাই যখন ঈদ-উল-ফিতর এর নামাযের জন্য ব্যস্ত তখন "আব্দুল শুক্কুর" ও "রেহানা বেগম" দম্পতির কোল আলো করে পৃথিবীতে জন্ম নিল একটি ফুট-ফুটে পুত্র সন্তান।
একটি মধ্যবিত্ত পরিবারে সপ্তম শিশু জন্ম নিলে বাবা-মা যেমন খুশি হন, তেমন খুশিই হয়েছিলেন সেদিন দিদারের বাবা-মা'-ও। তবে সিরিয়ালে আগের ২টিসহ মোট ৫ কন্যা সন্তানের পরে ২য় বারের মতো পুত্র সন্তান জন্ম নেয়ায় বোধহয় যেটুকু বাড়তি খুশির সঞ্চার করেছিল পরিবারে, সেটুকু খুশি থেকে নাম রাখা হয়ঃ "দিদারুল আলম" বা "আলোকিত পৃথিবী"।

চট্টগ্রাম শহরের মফস্বল একটি গ্রাম "হাজীপাড়া"। সেখানেই কেটেছে দিদারের ছোট বেলা। মধ্যবিত্ত পরিবারে টানা-টানির সংসার, তার উপর ৯ সন্তান, সেরকম পরিবেশে একটা শিশু বেড়ে উঠার কথা, ঠিক তেমনই বেড়ে উঠে সে। বাবা--মায়ের আদর খুব একটা না জুটলেও বড় ৫ বোন থাকায় একেবারেই অনাদরে বড় হয়ে উঠে, তেমনটি বলা যাবে না। ছোট বেলায় অন্য অনেক শিশু যেখানে দুধে-ভাতে বড় হয়, তেমন না হলেও মা-বাবার সাধ্যের ভিতরে থাকা কোন কিছু কমতি রাখেননি দিদারের জন্যও।

ছোট বেলা থেকেই একটু ছাপা স্বভাবের ও লাজুক প্রকৃতির ছিল বলে খেলাধুলায় পারদর্শিতা ছিল খুব সামন্যই  তারপরও স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রোগামে অংশগ্রহন ছিল নিয়মিত। পুরুষ্কারও যে একেবারে কম জুটেছে তা নয়। তবে পড়া লেখা ও ধর্ম-কর্মে আগ্রহের কমতি ছিল না। সকাল বেলা স্কুলের পিটিতে নিয়মিত জাতীয় সংগীত ও কোরআন তেলওয়াতের কারনে সব শিক্ষকের নজরে থাকত, তাই পরিক্ষায় ভাল মার্কও জুটত সবসময়।

বা-মায়ের আর্থিক সমস্যার কারনে ছোট বেলাটা একটু কষ্টে কাটলেও দিন দিন দেশের অবস্থার সাথে সাথেই সংসারের আয় বাড়তে থাকলে সেই সমস্যা দ্রুতই কেটে উঠে। শুরু হয় নতুন দিন। গ্রামের একটি সরকারি স্কুল থেকে প্রাইমারি কমপ্লিট করে গ্রামেরই একটা হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করে দিদার। তারপর উচ্চ শিক্ষার জন্য চলে আসে ঢাকায়।