WHAT'S NEW?
Loading...

Didarul Alam now is most Awesome boy

Didarul Alam is Now

Due to the interest in self-employment Didar college studies during his career as a business receives. To Dhaka for higher education, but in fact it is not possible to continue the business. With higher learning in Dhaka and interest in computers and technology continues to grow. To prove himself as an IT expert part-time, non-government organizations working in a variety of the city began. As a result paralekhara kharachera dipendebala for the family does not have the same education and the city itself became an expert in compliance kharacha collection.

Didarul Alam is "Jatiyo Sangsod"

Stands-Ghuri and established himself miriyate hearts and swords in order to try to make himself eligible. But the very prosaic Media! Here, the job market is like the uncle to uncle. So he is forced to move away from the Media. Aprana adapt itself to the movement of the city, he has to try. The mechanical as many bad people in the city met him, as well as meet with human beings. Family, friends, relatives and throw away all the forms of identity are "brother Sohail with". He is like a big brother to me as a friend and once again kept away from all the bad side of the loneliness and sorrow-happiness forget. Within the identity of the "rabine" with. The name "Assad", but "Robin," but a little more than a friend didarera the Life had been a friend.

Didar is now Bashundhara City

Assad's better than life after leaving a friend's life came Didarul, the name of "Rony". Very simple, "Rony" for me extreme disorderly life brings a kind of feeling peaceful. I am traveling to around Dhaka  wtih Assad and in the end almost all areas of travel, but with ranira outside the city of Dhaka-Chittagong, Cox's Bazar, Teknaf and Saint-Martin, including all the major cities and district travel. Ronnie is really special to me brings a special. Dhaka, life is more of a friend, he was "Salauddin".

Didarul is her Village

By the end of reading-writing projects of various government institutions, government institutions are now BITM didarulaara oyaisa a lot of work on the training of Practical SEO- from outsourcing the work online.

Didarul is Boriganga River

The article in Bengali:
কলেজে পড়ালেখা চলাকালীন আত্ম-কর্মসংস্থানের প্রতি আগ্রহের কারনে দিদার ব্যবসাকে নিজের পেশা হিসেবে গ্রহন করে। কিন্তু উচ্চ শিক্ষার জন্য ঢাকায় চলে আসলে সেই ব্যবসা আর চালিয়ে নেয়া সম্ভব হয় না। আর ঢাকাতে উচ্চ শিক্ষা গ্রহনের সাথে সাথে কম্পিউটার ও টেকনোলজি সম্পর্কে আগ্রহ বাড়তে থাকে। নিজেকে একজন আইটি এক্সপার্ট হিসেবে প্রমানের জন্য ঢাকা শহরের বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে পার্ট টাইমে কাজ করতে শুরু করে। ফলে একদিকে  যেমন পাড়ালেখার খরছের জন্য পরিবারের প্রতি ডিপেন্ডেবল থাকতে হয় না তেমনি নিজেই নিজের পড়ালেখা ও ঢাকা শহরে চলার খরছ জোগাড়ে পারদর্শি হয়ে উঠে।
Didarul at Zia'r Mazar

ঘোরা-ঘোরি আর মিড়িয়াতে নিজেকে প্রতিষ্টিত করার জন্য নিজেকে যোগ্য করে তুলতে প্রান-পন চেষ্টা করতে থাকে। কিন্তু ঢাকার মিড়িয়া বড়ই বেরসিক ! এখানে ঢাকার চাকরী বাজারের মতো মামা-খালু থাকতে হয়। তাই সে বাধ্য হয়ে মিড়িয়া থেকে দূরে সরে যেতে থাকে। ঢাকা শহরের গতিময়তার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে আপ্রান চেষ্টা করতে থাকে সে। এই যান্ত্রিক শহরে যেমন অনেক খারাপ মানুষের সাথে পরিচয় হয় তাঁর, তেমনি ভাল মানুষেরও সাথেও দেখা হয়। পরিবার, বন্ধু-বান্ধব, আত্মিয়-স্বজন সবকিছুকে দূরে ফেলে ঢাকার জীবেন পরিচয় হয় "সোহেল ভাইয়ে"র সঙ্গে। তিনি আমাকে  বড় ভাইয়ের মতো সব খারাপ থেকে দূরে সরিয়ে রাখতেন আবার বন্ধুর মতো সূখে-দুঃখে পাশে থেকে একাকিত্ব ভুলিয়ে দিতেন। এর মাঝেই পরিচয় হয় "রবিনে"র সাথে। আসল নাম "আসাদ" হলেও 'রবিন'  কিন্তু দিদারের ঢাকার লাইফে বন্ধুর চেয়েও একটু বেশি বন্ধু হয়েই ছিল।
Didarul at Dhaka Zoo

জীবন থেকে আসাদ চলে যাওয়ার পর আসাদের চাইতেও ভাল একজন বন্ধুর আগমন ঘটে দিদারের জীবনে, তাঁর নাম "রনি"। অত্যন্ত সহজ সরল "রনি" দিদারের চরম অগোছালো জীবনে এক ধরনের পরিপাটি ভাব নিয়ে আসে। ভ্রমন প্রিয়  আসাদের সাথে ঢাকা ও ঢাকার আশে পাশের প্রায় সব এলাকা ভ্রমন শেষ করলেও, রনি'র সাথে ঢাকার বাইরের শহর-চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ আর সেন্ট-মার্টিন সহ বাংলাদেশের বড় বড় সব শহর ও জেলা ভ্রমন করে। রনি আসলেই একজন স্পেশাল যে আমাকে স্পেশাল জীবনে নিয়ে আসে। ঢাকার জীবনে আরও একজন বন্ধুর দেখা হয়, তিনি "সালাউদ্দিন"।

পড়া-লেখা শেষ করে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে প্রজেক্ট ওয়াইশ অনেক কাজ করে দিদারুল।আর এখন সরকারী প্রতিষ্ঠান BITM থেকে Practical SEO-র উপর ট্রেইনিং নিয়ে অনলাইনে আউট সোর্সিং এর কাজ করছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন