WHAT'S NEW?
Loading...

Eid Mubarak | Eid Mubarak | Eid Mubarak |

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার
ওয়া লা ইলাহা ইল্লাহু, ওয়াল্লাহু আকবার,
আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
Many many happy and lot of peace & prosper to brings on the Holly Eid-ul-Fittar| May Allah Help us | ঈদ মোবারক।
হে আল্লাহ, পৃথিবীর সব দেশ থেকে হিংসা, হানাহানি, যুদ্ধ বন্ধ করার মতো নেতৃত্ব ও যুদ্ধ হীন একটা পৃথিবী তুমি আমাদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দান করুন। আমিন।
Courtesy of:
Radio Green FM | রেডিও গ্রীন এফএম  | | Music without Boarder | Keeps listing new hits and trendy Eid Collection | Its makes only for you |
সদকাতুল ফিতর রমজানের একটি অন্যতম ইবাদত। এটি ঈদের দিন গরিবদের খাবারের জন্য, ঈদের আনন্দ ধনী-গরিব সবাই ভাগাভাগি করে নেওয়ার জন্য শরিয়ত প্রদত্ত ব্যবস্থাপত্র। সদকাতুল ফিতর সম্পর্কে নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা এ দিনটিতে তাদের অন্যের কাছে চাওয়া থেকে বিরত রাখো।’ জাকাতের মতো এটিও অর্থনৈতিক ইবাদত। রোজা পালন করতে গিয়ে আমাদের অনেক ভুলত্রুটি হয়েছে। তাই আমাদের এ সাধনা যেন বিফলে না যায়, অশেষ নেকি অর্জন করে যেন আখিরাতের জীবনকে ধন্য করতে পারি, সে জন্য আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) একটি ব্যবস্থা করে দিয়েছেন। সেটি হলো ‘সদকাতুল ফিতর’ বা ‘ফিতরা’। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রোজা পালনকারীর জন্য সদকাতুল ফিতর আদায় অপরিহায করে দিয়েছেন, যা রোজা পালনকারীর অনর্থক, অশ্লীল কথা ও কাজ পরিশুদ্ধকারী ও অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা। যে ব্যক্তি ঈদের সালাতের আগে এটা আদায় করবে তা সদকাতুল ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যে ঈদের সালাতের পর আদায় করবে তা অপরাপর (নফল) সদকা হিসেবে গৃহীত।’ (আবু দাউদ : ১৩৭১)। প্রশ্ন হলো ফিতরা দেবেন কে? এটি দেবেন সেই রোজাদার ব্যক্তি, যিনি ঈদের দিন ভোরে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হিসাবে সাড়ে বায়ান্ন তোলা রুপা বা সমপরিমাণ সম্পদের মালিক। তার ওপরই সদকাতুল ফিতর ওয়াজিব।
তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন, তেমনি নিজের পোষ্যদের পক্ষ থেকেও আদায় করবেন। প্রশ্ন হচ্ছে, ফিতরা কত দিতে হবে? ১৬৫০ গ্রাম অথবা এর সমমূল্য গম ও আটার হিসাবে। খেজুর, কিশমিশ, জবের হিসাবে ৩৩০০ গ্রাম অথবা এর সমমূল্য। সদকাতুল ফিতর দুই সময়ে দিতে হয়। উত্তম হলো ঈদের নামাজের আগে আদায় করে দেওয়া। কেননা, রাসুল (সা.) ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। (মুসলিম শরিফ) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। জাকাত গ্রহণের উপযুক্ত এমন অভাবী লোকদের সদকাতুল ফিতর দিতে হবে। একজন দরিদ্র মানুষকে একাধিক ফিতরা দেওয়া যেমন জায়েজ, তেমনি একটি ফিতরা বণ্টন করে একাধিক মানুষকে দেওয়াও জায়েজ। সদকাতুল ফিতরের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে ঈদের খুশিতে গরিব শ্রেণির লোককেও শামিল করে নেওয়া। এর মাধ্যমে রোজার মধ্যে ত্রুটি-বিচ্যুতির ক্ষতিপূরণও হবে।
দরিদ্র ব্যক্তির প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়। এর ফলে ঈদের দিনগুলোতে দরিদ্র ব্যক্তিরা ধনীদের মতো স্বচ্ছলতা বোধ করে। সদকাতুল ফিতরের ফলে ধনী-গরিব সবার জন্য ঈদ আনন্দদায়ক হয়। সদকাতুল ফিতর আদায়কারী দানশীল হিসেবে পরিগণিত হয়। সদকাতুল ফিতর দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। তিনি নিজ অনুগ্রহে বান্দাকে পূর্ণ এক মাস রোজা পালনের তওফিক দিয়েছেন, সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতরের মতো আরেকটি ভালো কাজের তাওফিক দান করলেন। সদকাতুল ফিতর প্রদানের সময় যে এলাকায় সে অবস্থান করছে, ওই এলাকার গরিবরাই বেশি হকদার। ওই এলাকায় সে স্থায়ী হোক বা অস্থায়ী। (সংগ্রহ)

Courtesy of:
Radio Green FM | রেডিও গ্রীন এফএম-www.radiogreenfm.com | Music without Boarder | Keeps listing new hits and trendy Eid Collection | Its makes only for you |
Fox Media Corporation s Logo

Fox Media Corporation

"Leading Network of Online Media"

www.foxmedia-fm.com


Mailing Address:

Head Office: 11/6, Free School Street, Dhanmondi,
Dhaka-1205, Bangladesh.

Local Office: East Hazipara,
Darul ma Arif Road, Bohaddar Hat,
Chittagong-4213, Bangladesh.

Contact over Phone: +880-1722-022252

E-mail: virtuoushell@gmail.com


Our web Pages:

Radio Green: www.radiogreen-fm.com
CTV-FM: www.ctv-fm.com
Jobs Hat: www.jobshat-fm


Personal Info

Mr. Didarul Alam

Co-Founder & Head of Programs
Fox Media Corporation 

 

Contact over Phone: +880-1911-626854
                                  : +880-1815-512337
                                  : +880-1814-469644
                                  : +880-1717-120364
                                  : +880-1716-524813


Contact over E-mail-1: didaraualalam@yahoo.com
                                  -2: didarejannat@yahoo.com
                                  -3: virtuoushell@yahoo.com
                                  -4: virtuoushell@gmail.com
                                  -5: virtuoushell@hotmail.com
                                  -6: thefreedomchittagong@yahoo.com
                                  -7: jobshat.com@gmail.com                                  -8: radiogreenfm.com@gmail.com                                 -9: didarulalam.foxmedia@gmail.com                                -10: www.radiogreen.fm@gmail.com







Condom & Emergency Contraceptive (EC) Pill rate and detiels of Bangladeshi Market

ইর্মাজেন্সি কন্টিসেপটিভ পিল ও কনডমের বিস্তারিত: The emergency contraceptive pill regimen recommended by WHO is one dose of levonorgestrel 1.5 mg, taken within five days (120 hours) of unprotected intercourse. However, according to BNF, "Levonorgestrel is effective if taken within 72 hours (3 days) of unprotected intercourse and may also be used between 72 and 96 hours after unprotected intercourse [unlicensed use], but efficacy decreases with time".



নিছে বাংলাদেশের বাজারে পাওয়া যায়, যা মহিলাদের ব্যবহার্য। এমন কিছু ইমারজেন্সি কন্টিসেপটিভ পিলের নাম, বাজার দর ও সেবন বিধি দেয়া হলোঃ

Tab: TulipTM (Ulipristal Acetate 30 mg)

ডোজ ও কার্যকারীতাঃ আনপ্রোটেকটেড শারীরিক সম্পর্কের ফলে অনাকাঙ্কিত প্রেগনেন্সি বন্ধ করার জন্য ইন্টারকোর্সের ১২০ ঘন্টা (৫ দিনের) মধ্যে একটি বড়ি সেবন করুন। খাবারের পূর্বে বা পরে যেকোন ভাবে খেতে পারেন, বড়ি সেবনের ৩ ঘন্টার মধ্যে বমি হয়ে গেলে ১২ ঘন্টা পর পুনরায় একটি বড়ি সেবন করুন। ট্যাবলেটটি বাজারজাত করেছে স্কায়র ফার্মা, দামঃ

Tab: peuli পিউলি :

পিউলি মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের ৫ দিনের মধ্যে গ্রহণ করলে গর্ভধারন রোধ করা যায়। পিউলি নিয়মিত জন্ম নিয়ন্ত্রন বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়। প্রতিটি পিউলি ১ বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে ইউলি প্রিস্টল এসিটেট আই এন এন ৩০ মি.গ্রা.
জিসকা ফার্মার ‘Peuli®’, দামঃ ৳195

Tab: Norpill TM1 (Levonorgestrel 1.5 mg)

ডোজ ও কার্যকারীতাঃ আনপ্রোটেকটেড শারীরিক সম্পর্কের ফলে অনাকাঙ্কিত প্রেগনেন্সি বন্ধ করার জন্য ইন্টারকোর্সের ৭২ ঘন্টা (৩ দিনের) মধ্যে একটি বড়ি সেবন করুন। খাবারের পূর্বে বা পরে যেকোন ভাবে খেতে পারেন, বড়ি সেবনের ৩ ঘন্টার মধ্যে বমি হয়ে গেলে ১২ ঘন্টা পর পুনরায় একটি বড়ি সেবন করুন। ট্যাবলেটটি বাজারজাত করেছে স্কায়র ফার্মা, দামঃ

Tab: Norix ( Levonorgestrel hormone 0.75 mg)

ডোজ ও কার্যকারীতাঃ আনপ্রোটেকটেড শারীরিক সম্পর্কের ফলে অনাকাঙ্কিত প্রেগনেন্সি বন্ধ করার জন্য অবশ্যই ইন্টারকোর্সের ৭২ ঘন্টা (৩ দিনের) মধ্যে ১ম একটি বড়ি সেবন করুন। প্রথমটির ১২ ঘন্টা পর পুনরায় একটি বড়ি সেবন করুন। ট্যাবলেটটি বাজারজাত করেছে SMC, দামঃ

Tab: EMCON 1 (levonorgestrel 1.5 mg BP)

ডোজ ও কার্যকারীতাঃ আনপ্রোটেকটেড শারীরিক সম্পর্কের ফলে অনাকাঙ্কিত প্রেগনেন্সি বন্ধ করার জন্য ইন্টারকোর্সের ৭২ ঘন্টা (৩ দিনের) মধ্যে একটি বড়ি সেবন করুন। খাবারের পূর্বে বা পরে যেকোন ভাবে খেতে পারেন, এ্ই বড়ি পুনঃপুন সেবন করা উচিত নয়।
ট্যাবলেটটি বাজারজাত করেছে .........., দামঃ প্রতি ট্যাবলেট ৬০/=টাকা।

Tab: i-Pill (Emergency contraception (EC) Pill

আই-পিল হ’ল একক ডোজ-এর ট্যাবলেট যা মুখে গ্রহণ করতে হয়৷ খাবার খাওয়ার পর একগ্লাস জলের সঙ্গে এটি গিলে খাওয়া উচিত৷ এটি একগ্লাস জলের সাথে খেতে হয়৷ আই-পিল যতশীঘ্র সম্ভব খাওয়া উচিত, তা যেন অরক্ষিত সহবাস (সেক্স) অথবা গর্ভনিরোধকের ব্যর্থতার পর 72 ঘন্টা অতিক্রম না করে৷ আপনি যদি ইতিপূর্বেই গর্ভবতী থাকেন, তাহলে আই-পিল কাজ করবে না কারণ এটি কেবল গর্ভনিরোধের এমার্জেন্সি পদ্ধতি অথবা ব্যাকআপ মাত্র৷ এটি গর্ভনিরোধ-পদ্ধতির বিকল্প নয়৷ আই-পিল কার্যকর হবে না যদি তা অরক্ষিত যৌন-সহবাস (সেক্স)-এর 72 ঘন্টা পরে গ্রহণ করা হয়৷ আপনি যদি লেভোনর্জেস্ট্রেল-এর প্রতি অ্যালার্জি-প্রবণ হন, তাহলে আই-পিল সুপারিশ করা হয় না৷ লেভোনর্জেস্ট্রেল হ’ল আই-পিল ট্যাবলেটে উপস্থিত ওষুধের নাম৷

পুরুষদের জন্যঃ

Raja – Plain Latex Condom; SMC’s first condom brand;

Launched in 1974
MRP: Tk. 1.50 per piece

HERO 3's – Plain Latex condom;

Launched in 2006
MRP: Tk. 10.00 for pack of 3 pieces

HERO 30's - Plain Latex condom; Launched in 2006

MRP: Tk. 3.00/piece
Panther -Dotted Latex Condom;
Launched in 1983
MRP: Tk. 12 for a pack of 3 pieces

Sensation Classic- Dotted Latex condom;

Launched in 1992
MRP: Tk. 20 for pack of 3 pieces

Sensation Super Ribbed-

Extra sharp ribbed chocolate scented latex condom; Launched in 1992
MRP: Tk. 20 for a pack of 3 pieces

Sensation Super Dotted-
Extra sharp dotted strawberry scented latex condom; 

Launched in 1992
MRP: Tk. 20 for a pack of 3 pieces

U&ME Anatomic - Contoured (Form-Fitted) and dotted strawberry scented latex condom

Launched in 2005
MRP: Tk. 30 for a pack of 3 pieces

U&ME Long Love -
Benzocaine condom with extra sharp dotted and chocolate scented;

Launched in 2005
MRP: Tk. 30 for a pack of 3 pieces
Xtreme 3 in 1

Natural rubber latex condom with suitable dusting powder;

Super dotted, super ribbed, contoured shaped;
Natural colors and peach scented;
Launched in 2014
MRP: Tk. 70 for a pack of 3 pieces

June 13, 1987.

On that day, the morning was a bit more colorful. Drizzle each of the arrival of the rainy season, on the day of Eid. Eid-ul-Fitr so enjoyable moment when everyone was busy for the prayer, "Abdul Sukkur" and "Rehana Begum," Cole couples light reflected by the Earth-born son of a foot.

The seventh child born to a middle-class family, as the parents are happy, they were happy father-ma-and didarera day. However, the previous two, including a total of 5 serial child after the second time since the birth of a son in the family, I think that whatever additional rechargeable happy, happy input: the name of the "Didarul Alam" or "enlightened world".


when her age 11 months

Didarul Alam when 11 months 

Chittagong city in a small village "hajipara". Didarera childhood spent there. Tunney family pulled-middle-class family, his 9 children, to grow up in such an environment a child, so he grew up. Father - not the mother's affection is a very large 5 jutaleo totally neglected as she grew up, can not be called ability. Many other small children at the milk and rice are great, too, but parents can not afford to remain inside the shortage did not do anything for Didar.


From childhood he was a little shy printing behavior and competence in sports was very little, however, the school had participated in the annual sports and cultural programs on a regular basis. Double reward that which is absolutely less. However, there was no shortage of interest in reading and writing in the service of religion. Pitite regular school in the morning, all the teacher's attention due to the national anthem, and it was telaoyatera, Mark, Could you have gotten so good that examination.

Due to financial problems or mother-day cut short belata a bit of trouble with the state of the country's domestic income grew rapidly cut up the problem. The new day begins. A public school in the village, from the village complete primary school, a high school and Didar. Then moves on to higher education.

(The Article in Bengali) 

১৯৮৭ সালের ১৩ জুন।

বাংলাদেশের সকালটা সেদিন একটু বেশিই আনন্দময় ছিল। একে তো আগমনী বর্ষার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তার উপর ঈদের দিন। এমন আনন্দঘন মুহুর্তে সবাই যখন ঈদ-উল-ফিতর এর নামাযের জন্য ব্যস্ত তখন "আব্দুল শুক্কুর" ও "রেহানা বেগম" দম্পতির কোল আলো করে পৃথিবীতে জন্ম নিল একটি ফুট-ফুটে পুত্র সন্তান।
একটি মধ্যবিত্ত পরিবারে সপ্তম শিশু জন্ম নিলে বাবা-মা যেমন খুশি হন, তেমন খুশিই হয়েছিলেন সেদিন দিদারের বাবা-মা'-ও। তবে সিরিয়ালে আগের ২টিসহ মোট ৫ কন্যা সন্তানের পরে ২য় বারের মতো পুত্র সন্তান জন্ম নেয়ায় বোধহয় যেটুকু বাড়তি খুশির সঞ্চার করেছিল পরিবারে, সেটুকু খুশি থেকে নাম রাখা হয়ঃ "দিদারুল আলম" বা "আলোকিত পৃথিবী"।

চট্টগ্রাম শহরের মফস্বল একটি গ্রাম "হাজীপাড়া"। সেখানেই কেটেছে দিদারের ছোট বেলা। মধ্যবিত্ত পরিবারে টানা-টানির সংসার, তার উপর ৯ সন্তান, সেরকম পরিবেশে একটা শিশু বেড়ে উঠার কথা, ঠিক তেমনই বেড়ে উঠে সে। বাবা--মায়ের আদর খুব একটা না জুটলেও বড় ৫ বোন থাকায় একেবারেই অনাদরে বড় হয়ে উঠে, তেমনটি বলা যাবে না। ছোট বেলায় অন্য অনেক শিশু যেখানে দুধে-ভাতে বড় হয়, তেমন না হলেও মা-বাবার সাধ্যের ভিতরে থাকা কোন কিছু কমতি রাখেননি দিদারের জন্যও।

ছোট বেলা থেকেই একটু ছাপা স্বভাবের ও লাজুক প্রকৃতির ছিল বলে খেলাধুলায় পারদর্শিতা ছিল খুব সামন্যই  তারপরও স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রোগামে অংশগ্রহন ছিল নিয়মিত। পুরুষ্কারও যে একেবারে কম জুটেছে তা নয়। তবে পড়া লেখা ও ধর্ম-কর্মে আগ্রহের কমতি ছিল না। সকাল বেলা স্কুলের পিটিতে নিয়মিত জাতীয় সংগীত ও কোরআন তেলওয়াতের কারনে সব শিক্ষকের নজরে থাকত, তাই পরিক্ষায় ভাল মার্কও জুটত সবসময়।

বা-মায়ের আর্থিক সমস্যার কারনে ছোট বেলাটা একটু কষ্টে কাটলেও দিন দিন দেশের অবস্থার সাথে সাথেই সংসারের আয় বাড়তে থাকলে সেই সমস্যা দ্রুতই কেটে উঠে। শুরু হয় নতুন দিন। গ্রামের একটি সরকারি স্কুল থেকে প্রাইমারি কমপ্লিট করে গ্রামেরই একটা হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করে দিদার। তারপর উচ্চ শিক্ষার জন্য চলে আসে ঢাকায়।
Didarul Alam is Now

Due to the interest in self-employment Didar college studies during his career as a business receives. To Dhaka for higher education, but in fact it is not possible to continue the business. With higher learning in Dhaka and interest in computers and technology continues to grow. To prove himself as an IT expert part-time, non-government organizations working in a variety of the city began. As a result paralekhara kharachera dipendebala for the family does not have the same education and the city itself became an expert in compliance kharacha collection.

Didarul Alam is "Jatiyo Sangsod"

Stands-Ghuri and established himself miriyate hearts and swords in order to try to make himself eligible. But the very prosaic Media! Here, the job market is like the uncle to uncle. So he is forced to move away from the Media. Aprana adapt itself to the movement of the city, he has to try. The mechanical as many bad people in the city met him, as well as meet with human beings. Family, friends, relatives and throw away all the forms of identity are "brother Sohail with". He is like a big brother to me as a friend and once again kept away from all the bad side of the loneliness and sorrow-happiness forget. Within the identity of the "rabine" with. The name "Assad", but "Robin," but a little more than a friend didarera the Life had been a friend.

Didar is now Bashundhara City

Assad's better than life after leaving a friend's life came Didarul, the name of "Rony". Very simple, "Rony" for me extreme disorderly life brings a kind of feeling peaceful. I am traveling to around Dhaka  wtih Assad and in the end almost all areas of travel, but with ranira outside the city of Dhaka-Chittagong, Cox's Bazar, Teknaf and Saint-Martin, including all the major cities and district travel. Ronnie is really special to me brings a special. Dhaka, life is more of a friend, he was "Salauddin".

Didarul is her Village

By the end of reading-writing projects of various government institutions, government institutions are now BITM didarulaara oyaisa a lot of work on the training of Practical SEO- from outsourcing the work online.

Didarul is Boriganga River

The article in Bengali:
কলেজে পড়ালেখা চলাকালীন আত্ম-কর্মসংস্থানের প্রতি আগ্রহের কারনে দিদার ব্যবসাকে নিজের পেশা হিসেবে গ্রহন করে। কিন্তু উচ্চ শিক্ষার জন্য ঢাকায় চলে আসলে সেই ব্যবসা আর চালিয়ে নেয়া সম্ভব হয় না। আর ঢাকাতে উচ্চ শিক্ষা গ্রহনের সাথে সাথে কম্পিউটার ও টেকনোলজি সম্পর্কে আগ্রহ বাড়তে থাকে। নিজেকে একজন আইটি এক্সপার্ট হিসেবে প্রমানের জন্য ঢাকা শহরের বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে পার্ট টাইমে কাজ করতে শুরু করে। ফলে একদিকে  যেমন পাড়ালেখার খরছের জন্য পরিবারের প্রতি ডিপেন্ডেবল থাকতে হয় না তেমনি নিজেই নিজের পড়ালেখা ও ঢাকা শহরে চলার খরছ জোগাড়ে পারদর্শি হয়ে উঠে।
Didarul at Zia'r Mazar

ঘোরা-ঘোরি আর মিড়িয়াতে নিজেকে প্রতিষ্টিত করার জন্য নিজেকে যোগ্য করে তুলতে প্রান-পন চেষ্টা করতে থাকে। কিন্তু ঢাকার মিড়িয়া বড়ই বেরসিক ! এখানে ঢাকার চাকরী বাজারের মতো মামা-খালু থাকতে হয়। তাই সে বাধ্য হয়ে মিড়িয়া থেকে দূরে সরে যেতে থাকে। ঢাকা শহরের গতিময়তার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে আপ্রান চেষ্টা করতে থাকে সে। এই যান্ত্রিক শহরে যেমন অনেক খারাপ মানুষের সাথে পরিচয় হয় তাঁর, তেমনি ভাল মানুষেরও সাথেও দেখা হয়। পরিবার, বন্ধু-বান্ধব, আত্মিয়-স্বজন সবকিছুকে দূরে ফেলে ঢাকার জীবেন পরিচয় হয় "সোহেল ভাইয়ে"র সঙ্গে। তিনি আমাকে  বড় ভাইয়ের মতো সব খারাপ থেকে দূরে সরিয়ে রাখতেন আবার বন্ধুর মতো সূখে-দুঃখে পাশে থেকে একাকিত্ব ভুলিয়ে দিতেন। এর মাঝেই পরিচয় হয় "রবিনে"র সাথে। আসল নাম "আসাদ" হলেও 'রবিন'  কিন্তু দিদারের ঢাকার লাইফে বন্ধুর চেয়েও একটু বেশি বন্ধু হয়েই ছিল।
Didarul at Dhaka Zoo

জীবন থেকে আসাদ চলে যাওয়ার পর আসাদের চাইতেও ভাল একজন বন্ধুর আগমন ঘটে দিদারের জীবনে, তাঁর নাম "রনি"। অত্যন্ত সহজ সরল "রনি" দিদারের চরম অগোছালো জীবনে এক ধরনের পরিপাটি ভাব নিয়ে আসে। ভ্রমন প্রিয়  আসাদের সাথে ঢাকা ও ঢাকার আশে পাশের প্রায় সব এলাকা ভ্রমন শেষ করলেও, রনি'র সাথে ঢাকার বাইরের শহর-চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ আর সেন্ট-মার্টিন সহ বাংলাদেশের বড় বড় সব শহর ও জেলা ভ্রমন করে। রনি আসলেই একজন স্পেশাল যে আমাকে স্পেশাল জীবনে নিয়ে আসে। ঢাকার জীবনে আরও একজন বন্ধুর দেখা হয়, তিনি "সালাউদ্দিন"।

পড়া-লেখা শেষ করে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে প্রজেক্ট ওয়াইশ অনেক কাজ করে দিদারুল।আর এখন সরকারী প্রতিষ্ঠান BITM থেকে Practical SEO-র উপর ট্রেইনিং নিয়ে অনলাইনে আউট সোর্সিং এর কাজ করছে।